করোনা ভাইরাস ঠেকাতে বৈলসিংহ বাজার সব দোকান বন্ধ রাখা হচ্ছে

করোনা ভাইরাস ঠেকাতে বৈলসিংহ বাজার সব দোকান বন্ধ রাখা হচ্ছে 


করোনা ভাইরাস একটি ভয়ানক রোগ বলা যেতে পারে কারন এই ভাইরাস খুব সহজে একজন মানুষ এর দেহ থেকে আর একজন মানুষ এর শরীরে প্রবেশ করে। এবং এই ভাইরাস এর কোনও ওষুধ এখন পযন্ত তৈরী করা হয়নি যার ফলে এ রোগো হাজার হাজার মানুষ মৃত বরন করছে আর ঠিক সেই কারনে সকল বাংলাদেশ কে করে দেওয়া হয়েছে নকডাউন।


আমাদের এই দেশটাকে মুক্ত রাখার জন্যই এমন ভাবে পুরো দেশটাকে করে দেওয়া হয়েছে নক ডাউন। তাই বৈলসিংহ বাজার এর সকল দোকান বন্ধ রাখা হচ্ছে এখন দোকানে অল্প কয়টা যদিও খোলা হচ্ছে। কিন্তু সেটা ১০/ ৩০ মিনিট এর জন্য সকাল বা বিকালে।









বৈলসিংহ বাজার

বৈলসিংহ বাজার এর রাস্তা


তবে সব সময় এর জন্যই খোলা থাকছে ওষুধ এর দোকান গুলো। কারণ ওষুধ এর দোকান যদি খোলা না থাকে তাহলে সাধারণ মানুষ গুলো অনেক টায় বিপদে পড়ে যাবে সে কারনে সারা বাংলাদেশ এর ওষুধ এর দোকান গুলো খুলে রাখা যাবে এমন টায় বলা হয়েছে।

তো এক নজরে দেখে নেওয়া যাক পুরো বৈলসিংহ বাজার এর দৃশ্যটাকে। এবং এই দৃশ্য টা ফটো গুলো তুলা হবে বিকাল ৪ টার সময়। আমরা এখানে যা কিছু দেখবো সবটার নাম নিচে দেওয়া থাকবে






Post a Comment

0 Comments